No Internet Connection !

রাজশাহী জেলা পরিচিতি

প্রশ্ন: রাজশাহী জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৭৭২ সালে।
প্রশ্ন: রাজশাহী জেলার সীমানা কি? উ: রাজশাহী জেলার সীমানা:

✅ উত্তরে: নওগাঁ

✅ দক্ষিণে: ভারতের পশ্চিমবঙ্গ ও পদ্মা নদী

✅ পূর্বে: নাটোর

✅ পশ্চিমে: চাঁপাই নওয়াবগঞ্জ জেলা


প্রশ্ন: রাজশাহী জেলার আয়তন কত? উ: ২,৪০৭.০১ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: রাজশাহী জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: সন্দীপন রাজশাহী।
প্রশ্ন: রাজশাহী জেলার গ্রাম কতটি? উ: ১,৯১৪ টি।
প্রশ্ন: রাজশাহী জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৭২ টি।
প্রশ্ন: রাজশাহী জেলার উপজেলা কতটি কি কি? উ: ৯ টি। পবা উপজেলা, দুর্গাপুর উপজেলা, মোহনপুর উপজেলা, চারঘাট উপজেলা, বাঘা উপজেলা, পুঠিয়া উপজেলা, বাগমারা উপজেলা, গোদাগাড়ী উপজেলা, তানোর উপজেলা।
প্রশ্ন: রাজশাহী জেলার নদ-নদী কি কি? উ: পদ্মা, যমুনা, আত্রাই, মহানন্দা, বড়াল ইত্যাদি।
প্রশ্ন: রাজশাহী জেলার শিল্প ও খনিজ সম্পদগুলে কি কি? উ: রেশম শিল্প, বস্ত্র শিল্প, চিনিকল, পাট শিল্প প্রভৃতি।
প্রশ্ন: রাজশাহী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান, পোরশা জমিদার বাড়ি, পুঠিয়া রাজবাড়ি, বড়কুঠি, সিরইল রেশম-নীল ব্যবসায়ীদের কীর্তি, বাঘা ছোট সোনা মসজিদ, হয়রয় শাহ মখদুম (র)-এর মাজার, শিব মন্দির, বরেন্দ্র অনুসন্ধান সমিতির জাদুঘর, পুলিশ ট্রেনিং একাডেমী, চিড়িয়াখানা, পদ্মা নদীর বাঁধ, ভুবন মোহন পার্ক, পুলিশ ট্রেনিং একাডেমি।
প্রশ্ন: রাজশাহী জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: চারু মজুমদার,শহীদ অধ্যাপক শামসুজ্জোহা (শিক্ষাবিদ), এন্ড্র কিশোর (কণ্ঠ শিল্পী), আবুল কালাম মনজুর মোরশেদ (শিক্ষাবিদ), সেলিনা হোসেন (শিক্ষাবিদ), এ. এইচ. এম কামরুজ্জামান (রাজনীতিবিদ ও জাতীয় নেতা)।
তথ্যসূত্র: rajshahi.gov.bd
top
Back
Home
Gsearch